Monday, September 6, 2010

সেই কবে শুরু হয়েছিল দুর্গা পুজার ঠিক আগে বিখ্যাত গায়ক/গায়িকাদের কন্ঠে গান রেকর্ড করে এল পি ডিস্কে ভরে প্রকাশ করা এবং তারপর রেডিয়োতে বাজানো। আমরা খুব ছোটোবেলায় হয়তো শুনেছি হয়তো না। কিন্তু সেই সব গানের রেশ আজো রয়ে গেছে। চলতি কথায় “পুজোর গান”। অবাক লাগে, সেই কবেকার গান, সেই কোন সালে রেকর্ড হয়েছিলো, এখনো বেজে চলে। আমরা শুনিও। এমন গানই বেশি, যেগুলি আমাদের জন্মের আগেই রেকর্ড করা হয়েছিলো। আমরা পরে শুনেছি, ভালো লেগেছে। সেই থেকে আমরাও ওই গানের প্রেমে পড়ে গেছি। আর পালাবার পথ নেই। কিন্তু এখন চেষ্টা করেও বেশির ভাগ গান-ই পাওয়া যায় না। আসুন না, আমরা কিছু করি।

No comments:

Post a Comment