Saturday, September 11, 2010

আশা ভোঁসলে ও রাহুল দেব বর্মনের পুজোর গান


রাহুল দেব বর্মনের সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আশা ভোঁসলের প্রথম "পুজোর গান" "এই এদিকে এসো, এসো না...", ১৯৬৮ সালে প্রকাশিত হয়। ওই বছরেই একই সাথে প্রকাশ হয় "যাবো কি যাবো না ভেবে ভেবে হায় রে..."। শচীন ভৌমিকের কথায় ও নিজেরই সুরে রাহুল দেব বর্মনের প্রথম "পুজোর গান" "মনে পড়ে রুবি রায়..." প্রকাশিত হয় ১৯৬৯ সালে, ওই বছরেই "ফিরে এসো অনুরাধা ভেঙ্গে দিয়ে সব বাধা..."। দুটোই খুব জনপ্রিয় হয়। ১৯৬৮ সালে শুরু আর শেষ ১৯৯০ সালে। ৮৭-টি গান একক ভাবে বা দ্বৈতকন্ঠে এই দুজনে গেয়েছিলেন, "পুজোর গান" হিসেবে। এই গান-গুলি চলতি কথায় "আধুনিক" গান হিসেবে বেশি প্রচলিত। প্রায় সব গান-গুলিই এখনো সমান জনপ্রিয়। বলা যেতে পারে, "সোনার জুটি" আশা ভোঁসলে আর রাহুল দেব বর্মন। 
মনে পড়ে রুবি রায়




















No comments:

Post a Comment